Friday, 26 January 2018

কৌষিকী দাশগুপ্ত







হরিণ আমি
                    

আমার পাশে আমার নদী নেই।
আমি এখন নদীর চেয়ে খাঁটি ।
দীর্ঘ থেকে দীর্ঘতর হই,
হরিণ আমি 
উপনিষদ নই। 

আমার নদী সোহাগ সতী
স্বদেশ প্রেমে ছাই
আঁচলে তার অরুনাচল
মায়ানমার গভীর বুকে 
একটুখানি ঠাই।

নদী রে তোর বব ডিলানে
            উদযাপনে
রক্ত কেন, কেন বেহাগ এমনিভাবে মরে?
নিষাদে যার ঠোঁট পড়েনি
সেই তো নদী ছায়ার হয়ে লড়ে।

নদী এখন দিলদরিয়া, দিল্লি খোলা চুল
ভাঙছি তবু হৃদয়ে আজ 
ঐতিহাসিক ভুল।

ভুল করে সে অশোকবনে, 
ভুল করে সে সংবিধানে
ছড়িয়েছিলে খই
হে ডিজিটাল, হে ছায়াময়
হরিণ আমি
উপনিষদ নই।






No comments:

Post a Comment

সম্পাদকীয়-র পরিবর্তে

"কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। কেউ বা ভাজছে গরম তেলে। খোস দাদ হাজা চুলকুনিতে লাগাবে। চর্মরোগের অব...