Saturday 27 January 2018

মণিশংকর বিশ্বাস



যৌনতা

তোমার সিঁথিতে সিঁদুর
অকূলে সন্ধ্যাপ্রদীপ
আমার দাবনায় বসে
একটি নয়, দু'টি কাক
ঠোকরায় সারাক্ষণ—

চোর আর চরণদাস

কোন মানে হয় বলো?

অক্ষরবৃত্তের মত টানটান নীল
আকাশে জ্বলন্ত রথ
নীপবনে ভাল লাগে
সাদা মেঘ কালো মেঘ—
ওদেরই সেজো-বোন
মজে যাওয়া পুকুরের মত
শ্যামল মেয়েটি— ডাকি তাকে
মনে অথবা শরীরে, ঘাটের রানায়।
“যৌনতা”, আমি তাকে বলি—
“এত ভালবাসি তোকে, সহোদরার মতন
কেন তুই বুঝেও বুঝিস না
আমারো শরীরে তিনভাগ বিষ

শুধু একভাগ জলে-ভাসা স্থলপদ্ম

2 comments:

  1. আমার অন্যতম প্রিয় কবি মণিশংকর বিশ্বাস। এই উচ্চারণ, এই তীব্র নির্মেদ চলাচল তাঁর পক্ষেই সম্ভব। আবহমান এর এইসব নিটোল মণিমুক্তোর অপেক্ষায় থেকে যাবো।

    ReplyDelete
  2. চমৎকার লেখা। বিশেষত, দ্বিতীয়টি।

    ReplyDelete

সম্পাদকীয়-র পরিবর্তে

"কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। কেউ বা ভাজছে গরম তেলে। খোস দাদ হাজা চুলকুনিতে লাগাবে। চর্মরোগের অব...