Friday 26 January 2018

ফারুক আহমেদ











প্রহর গোনা

একটা বিকেল একটা দুপুর একটা সকাল কাটে যার জন্য সে আসে না
সে আসবে এই আশা নিয়েই দিন কাটে রাত কাটে
মনের জানালা খুলে আকাশ দেখি
সবুজ ঘাসে পা মেলাই
চড়ুই পাখিরা এখানে আসে না
নাবিলার সামনের বাড়িতে কত চড়ুই কবুতর আর শালিখের আনা গোনা
তাই চলে যাই ওই বাড়ি যখন তখন
কত কথা হয় ওদের সঙ্গে
মুড়ি ভাত চাল ছড়িয়ে দিই ছাদে
ওরা খেতে খেতে কত কথা কয়
রাতে ঘুমের পরশে আসে
ওর সঙ্গে চাঁদের দেশে পাড়ি দিই
ঘুম ভাঙে মায়ের ডাকে
আবার দিন শুরু হয়।
সে আসবে সে আসবে এই প্রতীক্ষায় প্রহর গোনা
না আজও কবিতা এলো না

No comments:

Post a Comment

সম্পাদকীয়-র পরিবর্তে

"কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। কেউ বা ভাজছে গরম তেলে। খোস দাদ হাজা চুলকুনিতে লাগাবে। চর্মরোগের অব...