Saturday 27 January 2018

চৈতালী চট্টোপাধ্যায়





অপ্রেমের কবিতা

দূরপনেয় তুমি। তোমার ভালোবাসা। তোমার অবহেলা। একরকম।
স্বচ্ছ বস্ত্রের মতো এ-মনঢাকা, দেখা না-দেখা, জেরা, নাপসন্দ!
আমি কি লজ্জার পুরোটা মাথা খেয়ে ফাগুন দেগে দেব উদাসীনে,
জীর্ণ দিনগুলি ছিন্ন করে, তার, নতুন বেঁধে নেব ঢপগানে!
বলিনি কথা আর, ছুঁয়ে তো দেখিনি যে, উড়ল হাওয়া তোর হাতফেরত --
আমার হাতে এল, 'স্পর্শ' বললাম! কামিনীকুল জাগো, শিহরিত।
প্রণয়ে নানাবিধ রিমেক রীতি আছে, অপার ছলাকলা, যৌনতাও,
নীরবতার ভাপে জমেছে শৃঙ্গার। মদনদেব জানে দোষ কাহার

1 comment:

  1. অসাধারণ ... ছন্দে আনন্দে !!!




    ReplyDelete

সম্পাদকীয়-র পরিবর্তে

"কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। কেউ বা ভাজছে গরম তেলে। খোস দাদ হাজা চুলকুনিতে লাগাবে। চর্মরোগের অব...