Friday 26 January 2018

প্রসূন মজুমদার


গুচ্ছ কবিতা

ঝাপসা নির্বাণ

ধানের আকাশ - ঝাপসা
সজিনার জল - ঝাপসা
ঝাপসা হেমন্ত - রাস্তা
ভেসে ভেসে ভেসে যাওয়া নিঃস্বতার ঘুম
নিঝুম নির্বাণ শষ্প নির্বাণ নিঝুম



















হিমশূন্য

আকণ্ঠ নেশার পর ব্ল্যাক-আউট
  মুহূর্তের রাতুল মৃত্যু
দেহভাণ্ডে সম্বিৎ উধাও
ঘুম স্বপ্নহীন, ঘুম প্রত্যাশারহিত
নরম শূন্যের জলে চরম শূন্যের ভেসে যাওয়া?
নেশার পাথরে, ঘাসে,কামড় অথবা শ্বাসে

শূন্যহিম প্রচ্ছায়ার কুয়াশা - কাঙাল ভিজে হাওয়া

নির্বীজন
ভালোবাসার,ফেলে যাওয়ার,ব্যথাকাতর ঘুম
নিবিড়তার ঘন ঝোপের প্রলাপ মনোমত
হৃৎকমলে নয়,কলমে নীরবতার ধুম
দুর্বিপাকে, লক্ষপাক,নির্বিজনের ক্ষত
কামমোহিত, অসংবৃত, অস্থিকোষে,গাঢ়
মিশ্রিত হিম,সোরা এবং গন্ধকীণি আরক
স্পর্শাতীত, রহস্যের অনুলোমের তৃণে
নিরন্ন ঘুমঘোরের গহিন  তীক্ষ্ণ থেকে ক্ষীণে
অনুধাবক মৃত্যু জলে সহজ সমর্পণ ...
জানার পরেও, মোহমেদুর শূন্য আবাহন

আলোর প্রমাদ

দূরে আজ, একার নখর,আঁচড়ের যন্ত্রণা জড়ুল
আলোদিন স্বপ্নের দোহাই, স্তব্ধতার নির্জনতা ফুল
চিরে চিরে কোথায় কোথায়
নিঃস্বতার অনর্থ প্রথায়
কংক্রিট শহরের হাড়ের বিষাদ
যোনিখাদ সুগন্ধি বুনোমালতির
নিচুজল নিশা-আরতির ধোঁয়াশা শরীর ঘনচাঁদ
বাকি সব আলোর প্রমাদ
পাখি,শব,আঁধার, প্রমাদ





ফাঁকির প্রলাপ

নির্মেধ আলোকস্তম্ভ সময়ের জ্বর
বমন-গরল গাঢ় বেদনার বিনির্মিতি জল অমলিন
জলের আঘাত, বক্র, এলায়িত ডি,এন, ক্রিমির
যেমত বিজ্ঞান সিদ্ধঅতিজাগতিক পাখি বিপ্রতীপ তার
তারও নিম্নে নাভিকুণ্ড, শূন্যতার অনশ্বর পাঁক পাঁকাল ...
মুঠো অতঃপর ফাঁকির প্রলাপ
শুধু হাড়ে,অধিকারে, রক্তে মজ্জায়, ক্ষত,
নেতিবাক ডি,এন, গলির বোড়াসাপ


No comments:

Post a Comment

সম্পাদকীয়-র পরিবর্তে

"কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। কেউ বা ভাজছে গরম তেলে। খোস দাদ হাজা চুলকুনিতে লাগাবে। চর্মরোগের অব...