Sunday, 28 January 2018

অর‌‌িজিৎ চক্রবর্তী








অন্নাদ

সংরক্ষক হ‌িসেব‌ে লবণ‌ের ব্যাবহার য‌েদ‌িন শ‌িখলাম
পরিধির মধ্য‌ে ঢুক‌ে পড়ল ভগবান
শ‌োনো যুগাদ্যাদ‌েবী,
দ্র‌োণ পাত্র‌ে প্রল‌োভন স্বাভাব‌িক



শূন্য

আহ্ন‌িকগত‌ির  গল্পগ‌ুলি আজ থাক।ত‌োমাক‌ে ওগুল‌ো পরের চ‌িঠিত‌ে লিখব।তুম‌ি শুধু  জ‌েনে নাও কলকাতার‌  তুলনায় দার্জ‌‌িলিং,-এর উচ্চতা সমুদ্রতল থ‌‌েকে বেশ‌ি। এবং চিন‌ে নাও পৃথ‌িবীর প্রতারণাগুল‌ি...


দিন দ‌িন অামরাও আর ঠকত‌ে ভাল‌ো লাগ‌েনা। ভূপৃষ্ঠ  থ‌‌েকে যত  নীচ‌ে যাওয়া যায় তত শূন্যতাই  আঁকড়‌ে ধরো  আমি ওলনদড়‌ির স‌োজাসুজ‌ি জীবন ব‌িনীত হয়‌ে গেছ‌ে বুঝ‌ি !


একদ‌িন হ‌ৈহৈ কামিনীগাছ‌ে ফুল  ফ‌োটে।

No comments:

Post a Comment

সম্পাদকীয়-র পরিবর্তে

"কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। কেউ বা ভাজছে গরম তেলে। খোস দাদ হাজা চুলকুনিতে লাগাবে। চর্মরোগের অব...