Friday 26 January 2018

রাজদীপ রায়




দুটি কবিতা




পথিক

রাতের শরীর থেকে শিশিরের মেদ কেড়ে নেব

এমন প্রবাদ যেন ভিজে গেল নিশুতি উঠোন...
সন্তানের জন্য খাবার খুঁজতে যাওয়া পাখি
ফিরে এল দিগন্ত পেরিয়ে...

তার মুখে সন্ধেবেলা ছেড়ে যাওয়া রোদের আভাটি
নির্বাক অন্ধের মত জনপদ ছুয়ে ছুয়ে যায়...


শুভকাল

শূন্যের ওপারে হাঁড়ি বাঁধা

এ পারে ভাতের গন্ধ তাড়াতাড়ি গ্রাস করে ফেলে
কাঠ কেটে বোন থেকে সুবর্ণ গধিকা এনে স্বামী
রেখে গেছে দাওয়ায়, ফুল্লরা বধূটি রাঙা সিঁদুর লুটিয়ে
কী করবে এবার?যখন গোধিকাটি অতিধীরে
সুন্দরীর মূর্তি ধরবে, আর ওদিকে হাড়িতে ভাত
ফুটে ফুটে মধু হবে,স্নেহ হবে,ভাষার কাঙাল

সুবর্ণ ও শূন্যের দুলুনিতে
দু একফোঁটা কান্না ঝরে পড়ে
ভাতের সাদায় খালি ধানের কাঠামো জেগে ওঠে...










No comments:

Post a Comment

সম্পাদকীয়-র পরিবর্তে

"কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। কেউ বা ভাজছে গরম তেলে। খোস দাদ হাজা চুলকুনিতে লাগাবে। চর্মরোগের অব...